সংবাদদাতা
পি.এন.এ.
সময়
প্রথম মহাকাশ পর্যটক হিসাবে ইতিহাস গড়েছেন ডেনিসটিটো৷ ৬১ বৎসর বয়সে (২১ বছর আগে) মহাকাশে পর্যটক হিসাবে রুশ মহাকাশ যানে চেপে পৌঁছে গিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশনে৷ এবার আরও এক রোমাঞ্চকর মহাকাশ অভিযানের সামনে ৮২ বছরের টিটো৷ সব কিছু ঠিকঠাক থাকলে এলেন মাস্কের স্টারশিপে করে তিনি এবার চাঁদের আশপাশে ঘুরপাক খাবেন৷ টিটো জানিয়েছেন, ২০২১ সালের আগষ্টে স্পেস এক্সের সঙ্গে চন্দ্রাভিযান নিয়ে একটি চুক্তি করেন৷ চুক্তির তথ্যানুযায়ী পাঁচবছরের মধ্যে তিনি চন্দ্রের উদ্দেশ্যে মহাকাশে উড়ে যাবেন৷