বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আবার অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে গত ২৩শে নভেম্বর৷  সেই সিরিজের দল গত সোমবারই হয়ে গেছিল ভারতের৷ হার্দিক পাণ্ডের চোট না সারায় নতুন অধিনায়ক বেছে নেওয়া হয়েছে৷ ভারতীয় দলকে নেতৃত্ব দিতে শুরু করেছেন সুর্যকুমার যাদব৷ প্রতিযোগিতার প্রথম তিনটি ম্যাচে দলের সহ-অধিনায়ক থাকবেন ঋতুরাজ৷ শেষ দু’টি ম্যাচে সহ-অধিনায়ক হিসাবে দলে যোগ দেবেন শ্রেয়স আয়ার৷ বিশ্বকাপের দল থেকে সূর্য কুমার বাদে  রাখা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণ ও ইশান কিশনকে৷ নির্বাচকেরা মনে করছেন, এই তিন জন বিশ্বকাপে যথেষ্ট সুযোগ পাননি৷ তাই টি-টোয়েন্টির দলে নেওয়া হয়েছে৷ সব সিনিয়র ক্রিকেটার-সহ বাকিদের বিশ্রাম দেওয়া হয়েছে৷ এশিয়ান গেমসে যে দল খেলতে গিয়েছিল সেই দলের অনেক সুযোগ পেয়েছেন৷