বঞ্চিত বাঙলা---অর্থ কমিশনের সামনে প্রতিবাদে মুখর মুখ্যমন্ত্রী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

স্বাধীন ভারতে বাঙলার প্রতি বঞ্চনা নতুন নয়৷ এ ব্যাপারে নেহেরু থেকে নরেন্দ্র মোদি দিল্লির সব সরকারই একই পথের পথিক৷ তবে দিল্লির বঞ্চনার প্রতিবাদে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে কোন মুখ্যমন্ত্রী এতটা সরব হয়নি৷

গত ৩রা ডিসেম্বর নবান্ন সভাঘরে ষোড়শ অর্থ কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী, আর্থিক উপদেষ্টা অমিত মিশ্র ও মন্ত্রীসভার অন্যান্ন সদস্যরা৷ অর্থকমিশনের সদস্যদের সামনে মুখ্যমন্ত্রী বলেন---মিথ্যে অজুহাতে বাঙলার নায্য পাওয়া দিচ্ছে না কেন্দ্র৷ মুখ্যমন্ত্রী বলেন রং দেখে কেন্দ্রীয় অনুদান প্রাপ্ত প্রকল্পে রাজ্য সরকারকে ৪০ থেকে ৫০ শতাংশ টাকা দিতে হয়৷ তাহলে রাজ্য কেন তার পছন্দের নাম, লোগো ব্যবহার করতে পারবে না? শুধু জাতীয় স্বাস্থ্য কমিশন নয়, বাঙলার প্রতি মোদি সরকারের বঞ্চনার তালিকা অনেক বড়৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ আর্থিক শৃঙ্খলা মেনে চলা সত্ত্বেও বাঙলার প্রাপ্য ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা মোদি সরকার দিচ্ছে না৷ কেন্দ্রীয় প্রকল্পের সঠিক রূপায়ন হচ্ছে কিনা দেখতে একাধিক বার কেন্দ্রীয় প্রতিনিধি দল এরাজ্যে ঘুরে গেছে৷ প্রকল্প রূপায়নে কোন অনিয়ম তারা দেখেনি৷ তথাপি কেন্দ্র বাঙলাকে বঞ্চনা করে চলেছে৷ মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রর অবিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে এই অবিচার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থি৷

নবান্ন সভা ঘরের ওই বৈঠকে রাজ্য থেকে আদায় হওয়া কেন্দ্রীয় করের ৫০ শতাংশ রাজ্যকে দেবার দাবী ওঠে৷ বর্তমানে রাজ্যগুলি ৪১ শতাংশ পায়৷