বনগাঁ আনন্দমার্গ স্কুলে নূতন বস্ত্র বিতরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৫শে সেপ্ঢেম্বর বনগাঁ (চাকদা রোড) আনন্দমার্গ স্কুলে ৩৫০ জন দুঃস্থ মানুষের মধ্যে নূতন বস্ত্র বিতরণ করা হয়৷ এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় এম.এল.এ বিশ্বজিৎ দাস, প্রাক্তন এম.এল.এ. গোপাল শেঠ, গঙ্গানগর পঞ্চায়েতের উপপ্রধান জফর আলি মন্ডল প্রমুখ৷

বিশ্বজিৎ দাস মহাশয় তাঁর বক্তব্যে আনন্দমার্গের শিক্ষাপদ্ধতি  ও ত্রাণকার্যের  ভূয়সী প্রশংসা করেন ৷ তাঁর হাত দিয়ে বস্ত্র বিতরণ শুরু হয়৷ এরপর স্কুলের প্রিন্সিপ্যাল আচার্য সর্র্বনন্দ অবধূত , আচার্য বোধিসত্তানন্দ শিক্ষকগণ বস্ত্র বিতরণ করেন৷