বনগাঁ আনন্দমার্গ স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৮ই  জানুয়ারী থেকে ২২শে জানুয়ারী পর্যন্ত এই পাঁচদিন ধরে পালিত হয় বনগাঁ (চাকদা রোড) আনন্দমার্গ স্কুলের সুবর্ণজয়ন্তী উৎসব৷

১৮ই ফেব্রুয়ারী আনন্দমার্গের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রা, শিক্ষক-শিক্ষিকা, আনন্দমার্গের শুভানুধ্যায়ী ও আনন্দমার্গের  অনুগামীদের  এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়৷ এর শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ আচার্য কাশীশ্বরানন্দ অবধূত,আচার্য বোধিসত্তানন্দ অবধূত, আচার্য মনোশুদ্ধানন্দ অবধূত ও আনন্দমার্গের অন্যান্য দাদারা৷ শোভাযাত্রা সমগ্র শহর পরিক্রমা করে৷ সন্ধ্যায় চিত্র, ভাস্কর্য প্রদর্শনীর শুভসূচনা হয়৷ উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ আচার্য সর্র্বনন্দ অবধূত৷

দ্বিতীয় দিনে প্রভাত সঙ্গীত অবলম্বনে  বসে আঁকো প্রতিযোগিতা, স্বাস্থ্য পরীক্ষা শিবির, ক্যুইজ প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হয়৷ সন্ধ্যায় নীলদর্পন অডিটরিয়ামে প্রভাত সঙ্গীত অবলম্বনে সাংস্কৃতিক  অনুষ্ঠান হয়৷ অনুষ্ঠানে  সভাপতি ছিলেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দমার্গের জেনারেল সেক্রেটারী আচার্য বীতমোহানন্দ অবধূত, আচার্য মন্ত্রেশ্বরানন্দ অবধূত, আচার্য সর্র্বনন্দ অবধূত ও অন্যান্য অনেক  দাদা৷ এছাড়াও উপস্থিত ছিলেন নীলাকমল  বিশ্বাস, ভাইস চেয়্যারম্যান,  নিতাই মণ্ডল, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও  আরও অনেকে৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন আনন্দমার্গের প্রাক্তন ছাত্র ও জি-টিভি চ্যাম্পিয়ান ঐশ্চর্য সাহা৷ অনুষ্ঠানে বিশিষ্ট জনেরা  যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে ছিলেন বনগাঁ উত্তরের  বিধায়ক বিশ্বজিৎ দাস, পৌরপ্রধান শংকর আঢ্য সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলারবৃন্দ৷

২০ তারিখে স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয় ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রাদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷ উল্লেখ্য, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রা জি-টিভি খ্যাত বিশাখজ্যোতি ও তানিয়া দাম প্রমুখ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন৷

পরদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে ৩০ জন রক্তদান করেন৷ এর পর বিদ্যালয়ের  প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন  উৎসব ও আধ্যাত্মিক আলোচনাসভার অনুষ্ঠিত হয়৷

২২ তারিখে ‘বিদ্যাদিবস’ উদ্যাপনের পর মিলিত আহারের মধ্য দিয়ে উক্ত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সমাপ্ত হয়৷