সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৭ই সেপ্ঢেম্বর উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ মেদিয়া পাড়ার বিশিষ্ট আনন্দমার্গী সরলা দেবীর বাড়ীতে ছয় ঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ মহানাম মন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ সকাল ৬টায় কীর্ত্তন শুরু হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন আচার্য ভাবপ্রকাশা -নন্দ অবধূত ও আচার্য সুবোধানন্দ অবধূত৷ কীর্ত্তন পরিবেশনায় ছিলেন শ্রীকুমুদ দাস, হরলাল হাজারী প্রমুখ৷ কীর্ত্তন শেষে কীর্ত্তনের মহিমা বর্ণনা করে বক্তব্য রাখেন ভুক্তিপ্রধান শ্রীসন্তোষ বিশ্বাস, আচার্য প্রমথেশানন্দ অবধূত, আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত প্রমুখ৷ কীর্ত্তন উপলক্ষ্যে সরলা দেবীর বাসগৃহে জেলার মার্গী ভাইবোন ছাড়াও বহু সাধারণ মানুষও সমবেত হয়েছিলেন৷