বনগাঁয় অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৭ই সেপ্ঢেম্বর উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ মেদিয়া পাড়ার বিশিষ্ট আনন্দমার্গী সরলা দেবীর বাড়ীতে ছয় ঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ মহানাম মন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ সকাল ৬টায় কীর্ত্তন শুরু হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন আচার্য ভাবপ্রকাশা -নন্দ অবধূত ও আচার্য সুবোধানন্দ অবধূত৷ কীর্ত্তন পরিবেশনায় ছিলেন শ্রীকুমুদ দাস, হরলাল হাজারী প্রমুখ৷ কীর্ত্তন শেষে কীর্ত্তনের মহিমা বর্ণনা করে বক্তব্য রাখেন ভুক্তিপ্রধান শ্রীসন্তোষ বিশ্বাস, আচার্য প্রমথেশানন্দ অবধূত, আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত প্রমুখ৷ কীর্ত্তন উপলক্ষ্যে সরলা দেবীর বাসগৃহে জেলার মার্গী ভাইবোন ছাড়াও বহু সাধারণ মানুষও সমবেত হয়েছিলেন৷