সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৭ই নভেম্বর উঃ২৪ পরগণা জেলার বনগাঁ মহকুমার নড়াদা গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী সুভাষ বৈরাগীর নবনির্মিত ভবনের গৃহপ্রবেশ অনুষ্ঠান আনন্দমার্গের চর্যাচর্য বিধিমতে অনুষ্ঠিত হয়৷ সকালে কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য পরাজ্ঞানানন্দ অবধূতের উপস্থিতিতে সুভাষ বৈরাগীর পরিবার আত্মীয়স্বজন ও উপস্থিত মার্গী ভাইবোনদের নিয়ে নবনির্মিত ভবনে প্রবেশ করেন ও মিলিত ঈশ্বর প্রণিধান করেন৷
এই উপলক্ষ্যে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর স্বাধ্যায় করেন আচার্য প্রমোথেশানন্দ অবধূত৷ এরপর কীর্ত্তন মাহাত্ম্য ও আনন্দমার্গ দর্শন বিষয়ে বক্তব্য রাখেন আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত ও আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷