বনগাঁয় মার্গীয় বিধিতে গৃহপ্রবেশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৭ই নভেম্বর উঃ২৪ পরগণা জেলার বনগাঁ মহকুমার নড়াদা গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী সুভাষ বৈরাগীর নবনির্মিত ভবনের গৃহপ্রবেশ অনুষ্ঠান আনন্দমার্গের চর্যাচর্য বিধিমতে অনুষ্ঠিত হয়৷ সকালে কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য পরাজ্ঞানানন্দ অবধূতের উপস্থিতিতে সুভাষ বৈরাগীর পরিবার আত্মীয়স্বজন ও উপস্থিত মার্গী ভাইবোনদের নিয়ে নবনির্মিত ভবনে প্রবেশ করেন ও মিলিত ঈশ্বর প্রণিধান করেন৷

এই উপলক্ষ্যে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর স্বাধ্যায় করেন আচার্য প্রমোথেশানন্দ অবধূত৷ এরপর কীর্ত্তন মাহাত্ম্য ও আনন্দমার্গ দর্শন বিষয়ে বক্তব্য রাখেন আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত ও আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷