বনগাঁয় মহিলা পরিচালিত আনন্দমার্গ স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩রা মার্চ বনগাঁ পাইপ রোডের মহিলা পরিচালিত আনন্দমার্গ স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল৷ স্থানীয় বৈজয়ন্তী মাঠে অনুষ্ঠানের সভাপতি ছিলেন শ্রী নীলকমল বিশ্বাস ৷ এছাড়া আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রম থেকে আচার্য হরাত্মানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ করুণা আচার্যা, অবধূতিকা আনন্দ স্মৃতিসুধা আচার্যা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত থেকে ছোট ছোট ছেলেমেয়েদের উৎসাহিত করেন৷ স্কুলের শিশুদের অভিভাবক-অভিভাবিকা ছাড়াও স্থানীয় পাঁচ শতাধিক দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে কচিকাঁচাদের বাংলা ছড়া, কবিতা, ইংরাজী রাইমস্, সংস্কৃত শ্লোক, প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য দর্শকদের মোহিত করে দেয়৷ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রভাতসঙ্গীত অবলম্বনে গীতিনাট্য নীল সায়রের স্বর্ণকমল৷
দর্শক সবাই কচিকাঁচাদের অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন৷ স্কুলের প্রিন্সিপাল অবধূতিকা আনন্দ মনোময়া আচার্যার পরিচালনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয় ৷