বনগাঁয় পদার্পণ দিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৯৭৯ সালের ১৭ই জানুয়ারী বনগাঁয় পদার্পণ করেছিলেন মার্গগুরুদেব৷ ওইদিনের স্মরণে বনগাঁ জাগৃতিগৃহে ১৭ই জানুয়ারী সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷  এই উপলক্ষ্যে বনগাঁ ডিটের বিভিন্ন ইয়ূনিটের মার্গী ভাই বোনরা সমবেত হয়েছিলেন বনগাঁ জাগৃতিতে৷

 কীর্ত্তন শেষে ওইদিনের  স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন ভুক্তিপ্রধান শ্রী সন্তোষ কুমার বিশ্বাস ও আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷