বঙ্গরত্ন পুরস্কার পেলেন নব্যমানবতাবাদী লেখক সুকুমার সরকার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

এবারের বঙ্গরত্ন পুরস্কার পেলেন উত্তরবঙ্গের  আনন্দমার্গী, কবি প্রাবন্ধিক সুকুমার সরকার তাঁর সাহিত্যকর্মের জন্য৷ গত ২১শে জানুয়ারী ২০১৯ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুকুমার সরকারের হাতে বঙ্গরত্ন পুরস্কার তুলে দেন৷ এখানে উল্লেখ্য, গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাসসহ নানান বিষয়ে সুকুমার সরকার লেখনীতে  সমান পারদর্শী৷ তিনি ‘নোতুনপৃথিবী’ পত্রিকারও নিয়মিত কলামিস্ট৷ তাঁর যুক্তিপূর্ণ লেখা পাঠকদের আকৃষ্ট করে৷

তাঁর লেখায়  একুশ শতকের নোতুন জীবনদর্শন নব্যমানবতাবাদের স্বাক্ষর স্পষ্ট৷