বরাকের বিশ্ববিদ্যালয়ে হিন্দি সাম্রাজ্যবাদের থাবা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বরাক বাঙলার অসম বিশ্ববিদ্যালয়ে বাঙালীদের রঞ্চিত করে হিন্দি সাম্রাজ্যবাদের প্রতিনিধি রাজীব মোহন পন্থের নাম উপাচার্য হিসেবে ঘোষিত হয়েছে৷ বরাক বাঙলার ভূমিপুত্ররা বাঙালী৷ বরাক ভ্যালিও বাঙলার অংশ৷ অর্থনৈতিক দিক থেকে দুর্বল অসমকে বাঁচাতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বাঙলার অংশ অসমের  সঙ্গে যুক্ত করে৷

বরাকবাসীর দাবী ছিল বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে  নাড়ীর যোগ আছে এমন কাউকে উপাচার্য করা৷ কিন্তু কেন্দ্র ও অসমের বাঙালী বিদ্বেষী ডবল ইঞ্জিন সরকার ভূমিপুত্রদের দাবীকে অগ্রাহ্য করে এক হিন্দি ভাষীকে উপাচার্য করেছে৷ বরাকবাসী কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের এই বাঙালী বিদ্বেষী আচরণে ক্ষুব্ধ৷ বিভিন্ন গণসংঘটন প্রতিবাদে সরব হয়েছে৷ ২১শে জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে  প্রাক্তন আসু কর্মী ও কংগ্রেসী মন্ত্রী অসমের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্র্ম উপস্থিত থাকবেন৷ তার কাছে বিশ্ববিদ্যালয়ে কমল রাজনীতি ও হিন্দীভাষী উপাচার্য নিয়োগের প্রতিবাদ জানানো হবে বলে জানান বিভিন্ন গণসংঘটন৷

আমরা বাঙালী অসম রাজ্য সচিব সাধন পুরকায়স্থ বলেন--- বাঙালী জাতিকে দাবিয়ে রাখতে হিন্দিভাষী উপাচার্য নিয়োগ করা হয়েছে৷ উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও অসম সরকারের বাঙালী বিদ্বেষ নীতি কাজ করেছে৷ সাধনবাবু জানান বরাক বাঙলার বাঙালীরা অবাঙালী উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে সামিল হয়েছে৷