বর্ধমান আনন্দমার্গ আশ্রমে নবনির্মিত জাগৃতি ভবনের উদ্বোধন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বর্ধমান ঃ গত ৫ থেকে  ৬ই জানুয়ারী বর্ধমান (বোরহাট) আনন্দমার্গ আশ্রমের জাগৃতির (ধ্যানমন্দির) উদ্বোধন উপলক্ষ্যে নবনির্মিত জাগৃতিতে ২৪ ঘণ্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রের অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই কীর্ত্তনে আনন্দমার্গের প্রায় ৪০ সন্ন্যাসী ও সন্ন্যাসিনী ও শতাধিক বিশিষ্ট আনন্দমার্গীও উপস্থিত ছিলেন৷ তাছাড়া বহু ভক্ত জনসাধারণ এই কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ কীর্ত্তন পরিচালনা করেন আচার্য সুদত্তানন্দ অবধূত, আচার্য সেবাব্রতানন্দ অবধূত, আচার্য চিরাগতানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ সংশুদ্ধা আচার্যা, অবধূতিকা আনন্দ নিত্যনবীনা আচার্যা, অবধূতিকা আনন্দ মহাব্রতা আচার্যা প্রমুখ৷

৫ই জানুয়ারী দুপুর ২টায় প্রভাত সঙ্গীত শুরু হয়৷ ৩টায় অখণ্ড কীর্ত্তন শুরু হয় ও শেষ হয় ৬ তারিখ বেলা ৩টায়৷ অখণ্ড কীর্ত্তনের পর মিলিত সাধনান্তে কীর্ত্তন মাহাত্ম্য ও আনন্দমার্গের ওপর বক্তব্য রাখেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বর্ধমান ডায়োসিস সেক্রেটারী আচার্য কৃতাত্মানন্দ অবধূত৷