সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২২শে জানুয়ারী আরামবাগ, রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের শিক্ষক বর্ধমান জেলার উচালন নিবাসী শ্রী অরুণ সরকারের বাড়ীতে সকাল ৯-১২টা পর্যন্ত তিনঘন্টাব্যাপী ‘ৰাৰা নাম কেবলম্’ অষ্টাক্ষর মহামন্ত্রের অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনশেষে সমবেত সাধনা, গুরুপূজা ও স্বাধ্যায় পাঠ হয়৷ এরপর কীর্ত্তন সম্পর্কে বক্তব্য রাখেন তারকেশ্বর আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান শ্রীশিবশংকর পাল, এরপর কীর্ত্তন মহিমা ও সাধনা সম্বন্ধে বক্তব্য রাখেন হুগলী ডায়োসিসের সেক্রেটারী আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ তিনি মানবজীবনকে সাধনার মাধ্যমে সার্থক করে তোলার আহ্বান জানান৷