বর্ধমানে শহরে পরমগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শতবর্ষপূর্ত্তি  উৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৯ই জুলাই বর্ধমান শহরে আনন্দমার্গ স্কুল প্রাঙ্গনে আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের মহান স্থপতি পরমারাধ্য শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শতবর্ষ পূর্ত্তি জন্মোৎসব ভক্তিপূর্ণভাবে পালিত হয়৷ এই উপলক্ষ্যে গত ,৮,৯,১০ই জুলাই তিনদিনব্যাপী এক মনোজ্ঞ সেমিনারের আয়োজন করা হয়৷  তিনদিনব্যাপী সেমিনারে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রবর্তিত দর্শন শাস্ত্র , ধর্মশাস্ত্র ও সমাজ শাস্ত্র নিয়ে বিশদ আলোচনা করা হয়৷ এই আলোচনায় অংশ গ্রহণ করেন আচার্য নির্মল শিবানন্দ অবধূত৷ আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা অবধূতিকা৷ ৯ই জুলাই অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ প্রধান অতিথির  আসন অলঙ্কৃত করেন বর্দ্ধমান বিশ্ববিদ্যালয়ের বাঙলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ডঃ অরূণ কুমার ঘোষ মহাশয়৷ স্বাগত ভাষণ দেন আমতা আনন্দমার্গ স্কুলের প্রধান শিক্ষক শ্রীলক্ষ্মীকান্ত হাজরা মহাশয়৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করেন বীরভূম বর্দ্ধমান আনন্দমার্গ স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্র/ছাত্রাবৃন্দ৷ অনুষ্ঠানের প্রধান অতিথি ডঃ অরূপ কুমার ঘোষ মহাশয় শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত ও ভাষা বিজ্ঞান নিয়ে মনোজ্ঞ বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানের সভাপতি আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী প্রবর্ত্তিত ধর্ম, দর্শন, শিক্ষা যোগসাধনা আদর্শ সমাজ নিমান পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন৷ দুমকা দেওঘর, গোড়া, হাওড়া হুগলী বর্দ্ধমানেরই বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তবৃন্দের উপস্থিতিতে সামগ্রিক অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছিল৷  সাংস্কৃতিক অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা বর্ধমান স্কুলের শ্রী সুকুমার নন্দী৷ ডি.এস আচার্য দেবোপমানন্দ অবধূত ও সর্বজ্ঞানানন্দ অবধূত দক্ষতার সঙ্গে সামগ্রিক অনুষ্ঠান ব্যবস্থাপনা করেন৷