ব্রিগেডে মমতার নেতৃত্বে কেন্দ্রে মোদী বিরোধী মহাজোট

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৯শে জানুয়ারী কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউণ্ডে তৃণমূল কংগ্রেসের ডাকা বিশাল সমাবেশে মোদী-অমিত শাহের বিরুদ্ধে অ-বিজেপি মহাজোটের মহাসভায় পরিণত হ’ল৷ লোকসভায় নির্বাচন হওয়ার কথা আগামী মে মাসে৷ নির্বাচন ঘোষণা হওয়ার কথা মার্চের শুরুতেই৷ তাই মোদী বিরোধী জোটকে দ্রুত সংঘবদ্ধ করতে বিশেষভাবে উদ্যোগী হলেন মমতা৷ তাই তাঁর এই মহাজোটের আহ্বান৷ তাঁর আহ্বানে সাড়া দিয়ে কে আসেননি এই জনসভায়? এই মহাজোটের সভায় যোগ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

এইচ ভি দেবগৌড়া, সপা সুপ্রিমো অখিলেশ যাদব, এনসিপি প্রধান শারদ পাওয়ার, ডিএমকে সুপ্রিমো এম.কে.স্ট্যালিন, সদ্য বিজেপি থেকে পদত্যাগ করা অরুণাচল প্রদেশের পাঁচবারের মুখ্যমন্ত্রী গেগং আপাং৷ এছাড়া এসেছিলেন শারদ যাদব, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, আর.জে.ডি নেতা তেজস্বী যাদব, বি.এস.পি নেতা সতীশ মিশ্র, জম্মু কশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিতা-পুত্র ফারুক ও ওমর আবদুল্লা, লোকসভার কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়্গে, বিক্ষুব্ধ বি.জে.পি নেতা যশোবন্ত সিন্হা, শত্রুঘ্ন সিন্হা, অরুণ শৌরী, ঝাড়খণ্ড বিকাশ মোর্চার বাবুলাল মারাণ্ডি প্রমুখ৷

সবাই একযোগে মোদী সরকারের জনবিরোধী নীতি, তাঁর পুঁজিপতি তোষণ ও একনায়কতন্ত্রী মানসিকতার তীব্র সমালোচনা করে, আগামী লোকসভা নির্বাচনে মোদীকে হটানোর শপথ গ্রহণ করেন৷