বরণবেড়িয়া আনন্দ নবদ্বীপ চক্রনেমীতে সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৯শে নভেম্বর,২০২৩ রবিবার বরণবেড়িয়া আনন্দমার্গ মাষ্টার ইয়ূনিট আনন্দ চক্রনেমীর রেকটার মাষ্টার আচার্য গোপেশানন্দ অবধূত এঁর উদ্যোগে ও স্থানীয় আনন্দমার্গ ইয়ূনিটের দাদা দিদিদের সহযোগিতায় রানাঘাট ব্লক টু এর সেমিনার অনুষ্ঠিত হল৷ প্রভাত সঙ্গীত, মানব মুক্তির মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্‌’ মিলিত সাধনার মধ্যে দিয়ে সেমিনারের শুভ সূচনা হয়৷

সেমিনারে আনন্দমার্গের বিভিন্ন বিষয়ের ওপর মূল্যবান আলোচনা করেন সেমিনারের প্রধান প্রশিক্ষক বিশিষ্ট শিক্ষাব্রতী তথা বিশিষ্ট প্রাবন্ধিক শ্রীমনোরঞ্জন বিশ্বাস, কৃষ্ণনগর ডিট্‌.এস.এল তথা কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা-ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা ও সাধারণ ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷