বরণবেড়িয়া আনন্দমার্গ স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৫ই সেপ্ঢেম্বর  ঃ অধ্যক্ষ আচার্য অণুপমানন্দ অবধূতের উদ্যোগে ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, অভিভাবক, আনন্দমার্গ প্রচারক সংঘের স্থানীয় সদস্যবৃন্দের অকুণ্ঠ সহযোগিতায় নদীয়া জেলার বরণবেড়িয়া গ্রামের আনন্দমার্গ প্রচারক সংঘ পরিচালিত আনন্দ নবদ্বীপ চক্রনেমীর (মাষ্টার ইয়ূনিট)  আনন্দমার্গ স্কুলে ১৫ই সেপ্ঢেম্বর  বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হ’ল৷

অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের অন্যতম বরিষ্ঠ সন্ন্যাসী আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ মহান দার্শনিক ও শিক্ষাগুরু শ্রীপ্রভাত রঞ্জন সরকারের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিনি অনুষ্ঠানের সূচনা করেন৷ মূল বক্তা হিসাবে আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের বিভিন্ন দিক ও বিশেষ করে নব্যমানবতাবাদী শিক্ষাব্যবস্থার গুণাবলী সম্পর্কেও তিনি মূল্যবান বক্তব্য রাখেন৷ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি স্থানীয় বিশিষ্ট সমাজসেবী শ্রীমুরারীমোহন বিশ্বাস মহাশয়৷

অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রাবৃন্দ প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য, ছড়া, ইংরেজী বাংলা ও সংস্কৃত ভাষায় আনন্দবাণী পাঠ করেন৷

বিভিন্ন ছড়া অবলম্বনে নৃত্যশৈলী প্রদর্শন করে উপস্থিত অতিথিদের মুগ্দ করেন৷ যোগ ব্যায়াম, যোগাসন প্রভৃতিও অনুষ্ঠানে প্রদর্শিত হয়৷ এছাড়া আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের অন্যতম সন্ন্যাসী আচার্য সত্যসাধনানন্দ অবধূতের দক্ষ পরিচালনায় মহান শিক্ষাগুরু শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত ‘ধর্মের জয়’ নাটকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রা কর্তৃক মঞ্চস্থ হয়৷ ররণবেড়িয়া গ্রাম ও তার পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে প্রায় পাঁচ হাজার গ্রামবাসী কর্তৃক অনুষ্ঠানটি প্রশংসিত হয়েছে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য জগদ্ভাষানন্দ অবধূত, আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, শিক্ষাব্রতী শ্রী দেবাশীষ মণ্ডল, শিক্ষাব্রতী শ্রী জয়দেব বিশ্বাস, সুভাষ সরকার প্রমুখ৷

সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী অসীম বিশ্বাস৷