বুমোসকে নিয়ে স্বপ্ণ দেখছে সবুজ-মেরুন

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

কৃষ্ণের কাছে দলের জেতাটাই আসল, গত বুধবার স্পষ্ট বোঝা গেছে ম্যাচ দেখে৷ সবুজ মেরুনের ‘গোলমেশিন’ জানান ‘‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের জয়৷ গোল করে বা করিয়ে , অথবা রক্ষণে নেমে দলকে সাহায্য করে৷ যে কোন ভূমিকাই পালন করার জন্য তৈরি আমি৷’’ ডার্বিতে ব্যক্তিগত লক্ষ্য কী? কৃষ্ণের কথায়, নিজের গোল সংখ্যা বাড়ানো৷ এই কারণে সব ম্যাচেই উন্নতি করতে চাই৷’’ এটিকে মোহনবাগানের ত্রাস তিনি, আইএসএলে গত মরসুমে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দু’টি ডার্বিতেই গোল করেছিলেন রয় কৃষ্ণ৷ এ বারও কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে গোল করেছেন তিনি৷ কৃষ্ণকে ঘিরেই শনিবারের মহারণে জয়ের স্বপ্ণ দেখছেন সবুজ-মেরুন সমর্থকেরা৷

অষ্টম আইএসএলে প্রথম ম্যাচে জামশেদপুর এফসির  বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছিল এসসি ইস্টবেঙ্গল৷ বিশেষজ্ঞরা ডার্বিতে এটিকে-মোহনবাগানকে এগিয়ে রাখলেও সতর্ক কৃষ্ণ৷ সবুজ-মেরুনের অন্যতম অধিনায়কের কথায়, ‘‘এসসি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ আমি দেখেছি৷ এই মরসুমে ওদের দল বেশ ভাল৷ বিশেষ করে রক্ষণ৷’’ কৃষ্ণের ব্যাখ্যা, ‘‘গত মরসুমে আইএসএলের  সেরা গোলরক্ষক হয়েছিল অরিন্দম (ভট্টাচার্য) ও থাকায় বাড়তি সুবিধে পাবে এসসি ইস্টবেঙ্গল৷’’