ব্যাঙ্গালুরুতে আনন্দমার্গীয় পদ্ধতিতে গৃহ প্রবেশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বাঙ্গালুরু, ১লা অক্টোবর ঃ গত ১লা অক্টোবর বাঙ্গালুর শহরের মার্গী আনন্দ শর্র্মর নব নির্মিত গৃহে গৃহপ্রবেশ অনুষ্ঠান আনন্দমার্গীয় বিধিমতে সুসম্পন্ন হয়৷ বাঙ্গালুরু শহরের সমস্ত মার্গী ভাইবোন ছাড়া ও উক্ত পরিবারের অনেক আত্মীয় স্বজন এবং তাদের পরিচিতি অনেক বন্ধুবান্ধব উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷  সমগ্র অনুষ্ঠানটি খুবই আনন্দময় হয়ে উঠে৷ আনন্দমার্গের বহু সন্ন্যাসী ও সন্ন্যাসিনীও উপরিউক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন৷ গৃহপ্রবেশের অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য বেদাত্মানন্দ অবধূত৷ গৃহপ্রবেশের পর উপস্থিত প্রায় শতাধিক আমন্ত্রিতদের সামনে বক্তব্য রাখেন প্রবীণ আচার্য মন্ত্রেশ্বরানন্দ অবধূত৷ তাছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য সুতীর্র্থনন্দ অবধূত, আচার্য প্রসূনানন্দ অবধূত, আচার্য কৃষ্ণকৃপানন্দ অবধূত ও আরো অনেকে , অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতী শর্মিষ্ঠা রায়৷ উপস্থিত সকলেই কীর্ত্তনের শেষে ও মিলিত সাধনার পরে মিলিত আহারে অংশগ্রহণ করেন৷