৯৮২ সালের ৮ই ফেব্রুয়ারী ব্যারাকপুর আনন্দমার্গ স্কুলে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী পদাপর্ণ করেছিলেন৷ সেই উপলক্ষ্যে প্রতিবছর ব্যারাকপুর ইয়ূনিট ও স্থানীয় অঞ্চলের মার্গী ভাইবোনেরা স্কুলে সমবেত হয়ে প্রভাত সঙ্গীত কীর্ত্তন প্রভৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি অতিবাহিত করেন৷ এবছর ওইদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ পরে মিলিত সাধনা শেষে সেই বিশেষ দিনের স্মৃতিচারনা করেন দীনেশ বিশ্বাস গৌতম সাহা প্রমুখ৷
আজকের মত পাকাবাড়ী সেদিন ছিলনা৷ ছোট টালির ঘরে কাউকে কিছু না জানিয়ে অকস্মাৎই এসেছিলেন আনন্দমার্গ দর্শনের প্রবক্তা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী৷ স্মৃতিচারণায় উঠে আসে সেদিনের নানা ঘটনাবলি৷ প্রবীন আনন্দমার্গী শ্রী পরেশ সাহা স্নানের প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় বাবার আসার খবর পেয়ে সেই অবস্থায় পোষাক পরে চলে আসেন৷ এমনি নানা ঘটনার কথা জানা যায় স্মৃতিচারনায়৷