ব্যারাকপুরে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ পদার্পণ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই ফেব্রুয়ারী উঃ২৪পরগণার  ব্যারাকপুরে আনন্দমার্গের প্রবক্তা ও প্রবর্ত্তক ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ পদার্পণ দিবস সানন্দে পালিত হল৷ এই  অনুষ্ঠানে উঃ২৪পরগণার বিভিন্ন অঞ্চল থেকে আনন্দমার্গের অনুগামী ভক্তগণ যোগ দেন৷ অনুষ্ঠান শুরু হয় সকল ‘৬টা থেকে১২টা পর্যন্ত ছয়ঘন্টাব্যাপী শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রদত্ত সিদ্ধ অষ্টাক্ষর মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্‌’ সহযোগে অখণ্ড কীর্ত্তন করা হয়৷ কীর্ত্তনের মধুরভাব স্পন্দ বিমোহিত ভক্তগণ ভক্তিরসে আপ্লুত হন৷ কীর্ত্তনশেষে মিলিত সাধনা, বর্ণাঘ্যদান ও স্বাধ্যায় পাঠ হয়৷ স্বাধ্যায় পাঠ করেন আচার্য বাসুদেবানন্দ অবধূত৷ এরপর প্রবীন মার্গী শ্রী দীনেশ গোস্বামী আনন্দমূর্ত্তিজীর পদার্পণ দিবসের প্রত্যক্ষদর্শী হিসাবে সেই দিনের প্রতিটি ঘটনার পদার্পন দিবসের মাহাত্ম্য, গুরুত্ব ও শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর লীলা মাহাত্ম্যের বিভিন্ন ঘটনা তুলে ধরেন৷ সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যারাকপুর ডিট-এর সেক্রেটারী আচার্য রত্নেশানন্দ অবধূত, ব্যারাকপুর ইয়ূনিটের  পক্ষে গৌতম সাহা, বিকাশ সাহা ও প্রকাশ সাহা প্রমুখ৷