ভারদ্রের কোয়ান্টাম গবেষৰায় অগ্রগতি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কোয়ান্টাম অভিযানে পা রেখেছে ভারদ্রও৷ দেশের অন্যদ্রম গুরুত্বপূর্ৰ কোয়ান্টাম হাব কলকাতা শহরে ‘এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস’ (এসএনবিএনসিবিএস) আয়োজিদ্র অনুষ্ঠানে ৱৱে এল সেই কথা৷ ‘বোস-আইনস্টাইন কনৱেনসেশনক্ষ্ম সুপারকন্ডাকটিভিটিক্ সুপারফ্লুইৱিটি অ্যান্ড কোয়ান্টাম ম্যাগনেটিজম’ বিষয়ক আলোচনাসভায় ‘জাদ্রীয় কোয়ান্টাম মিশন’-এর চেয়ারম্যান অজয় চৌধরি বললেনক্ষ্ম ‘‘অনেকেই মনে করছেনক্ষ্ম ভারদ্র কিছুটা পিছিয়ে (কোয়ান্টাম অভিযানে)৷ তা কিন্তু নয়৷’’ আর কোয়ান্টাম অভিযানে ভারদ্রের অগ্রগ তির অন্যদ্রম চাবিকাৱি ‘জোট বেৰধে কাজ’৷

১৯২৪ সালে সদ্র্যেন্দ্রনাথ বসু চিৱি লিখেছিলেন আলবার্ট আইনস্টাইনকে৷ যে যোগসূত্র পরবর্দ্রী কালে জন্ম দেয় বোস-আইনস্টাইন স্ট্যাটিসটিক্সের৷ সেই সূচনার একশো বছর ৱদ্‌যাপন করছে এসএনবিএনসিবিএস৷ এ দিনের অনুষ্ঠানে প্রধান অ তিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুত্তিৰ মন্ত্রকের প্র তিমন্ত্রী জিদ্রেন্দ্র সিংহ৷ অন্যান্য অ তিথিদের মধ্যে ছিলেন জাদ্রীয় কোয়ান্টাম মিশনের চেয়ারম্যান অজয় চৌধরিক্ষ্ম আইআইটি মাদ্রাজের অধ্যাপক গৰপতি ভাস্করৰক্ষ্ম হার্ভার্ৱ বিশ্ৰবিদ্যালয়ের অধ্যাপক বার্টান্ড হ্যালপেরিন এবং ওই বিশ্ৰবিদ্যালয়েরই আর এক অধ্যাপক সুবীর সচদেব৷ ভারদ্রের কোয়ান্টাম অভিযান সম্পর্কে প্রদ্র্যেকেরই অভিমদ্রক্ষ্ম সাফল্যের আসল মন্ত্রই ‘কোলাবোরেশন’৷ একশো বছর আগে এ ভাবে জোট বেৰধেই দ্রৈরি হয়েছিল বোস-আইনস্টাইন স্ট্যাটিসটিক্স৷ এ দিনের অনুষ্ঠানের প্রধান অতিথি জিদ্রেন্দ্র সিংহের (ভার্চুয়াল) বত্তৃৰতায় বার বারই ৱৱে এসেছিল সে কথা৷

গদ্র জানুয়ারি থেকে জোরকদমে শুরু হয়েছে কোয়ান্টাম অভিযান৷ কোয়ান্টাম অভিযানের নেদ্রৃত্বে রয়েছেন যিনিক্ষ্ম সেই অজয় চৌধরি জানানক্ষ্ম সরকারের দ্ররফে বৱ অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে৷ দ্রৈরি করা হয়েছে চারটি হাব৷ প্রতিটি হাবের মধ্যে সমন্বয়কারী ব্যবস্থা রয়েছে কানপুর আইআইটি-দ্রে৷ দেশের বিভি প্রান্তের অন্তদ্র ৬০০ বিজ্ঞানী এই অভিযানে যুত্তৰ রয়েছেন৷

অজয় জানিয়েছেনক্ষ্ম কোয়ান্টাম মিশন ছাৱাও ভারদ্র সরকার প্রতিরক্ষা গবেষৰাক্ষ্ম অ্যাটমিক এনার্জি বিভাগ ও মহাকাশ গবেষৰায় জোর দিচ্ছে৷ এই প্রতিটি ক্ষেত্র আবার একত্রে কাজ করছে৷ যেমনক্ষ্ম যোগাযোগ ব্যবস্থায় ৱন্িদ্রর বিষয়ে কাজ করছে মহাকাশ গবেষৰা ক্ষেত্র৷ কোয়ান্টাম স্যাটেলাইট বা কৃত্রিম ৱপগ্রহ ৱৎক্ষেপৰের পরিকল্পনা করা হচ্ছে৷

অজয় জানিয়েছেনক্ষ্ম আপাদ্রদ্র ৮ বছরের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এই ৮ বছরে কোয়ান্টাম মিশনের লক্ষ্যক্ষ্ম ৫০ থেকে ১০০০ ফিজিক্যাল কিৱবিট কোয়ান্টাম কম্পিৱটার ৱৎপাদন৷ ২০৩১ সালের মধ্যে যা বাস্তবায়িদ্র করা হবে৷ এ ছাৱাক্ষ্ম এই অভিযানের লক্ষ্য দেশে স্যাটেলাইট-নিরাপত্তা বেষ্টিদ্র কোয়ান্টাম যোগাযোগ ব্যবস্থা স্থাপন৷ এ বছর ইতিমধ্যেই ৬ কিৱবিট কোয়ান্টাম কম্পিৱটার একত্রিদ্র ভাবে দ্রৈরি করেছে টিসিএসক্ষ্ম টিআইএফআর এবং ৱিআরৱিও৷ অজয় জানানক্ষ্ম নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের দু’টি স্টার্ট আপ ভারদ্রে এসে কাজ শুরু করেছে৷ তারা দাবি করেছেক্ষ্ম এ বছরের মধ্যে তারা ২০ কিৱবিট কোয়ান্টাম কম্পিৱটার দ্রৈরি করবে৷

এসএনবিএনসিবিএস-এর ৱিরেক্টর দ্রনুশ্রী সাহা দাশগুপ্ত বলেনক্ষ্ম ‘‘বোস স্ট্যাটিসটিক্সের ১০০ বছর ৱদ্‌যাপন করছে আমাদের প্রতিষ্ঠান৷ আজকের আয়োজন তারই অংশ৷ আশা করি এই ৱদ্যোগ নদ্রুন প্রজন্মের মনে কোয়ান্টাম সায়েন্স ও প্রযুত্তিৰর প্রতি ভালবাসা জাগাবে৷ ভারদ্রকে বিশ্ৰমঞ্চে স্থাপন করবে৷