ভারতে ছাত্র-ছাত্রা আত্মহত্যা মহামারীর আকার নিচ্ছে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ২৮শে আগষ্ট অ্যানুয়াল আইসি-৩ কনফারেন্স অ্যাণ্ড এক্সপো-২০২৪তে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়৷ প্রতিবেদনের শিরনাম ছিল--- ‘ছাত্র আত্মহত্যা’ ভারতে ছড়াচ্ছে মহামারীর মতো৷ ছাত্রছাত্রাদের কাউন্সেলিং করার জন্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আইসি-৩ ইনস্টিটিউট বিশ্বের বিভিন্ন দেশের হাইস্কুল শিক্ষক ও প্রশাসকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেয়৷

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে দেশে যেখানে বছরে আত্মহত্যার হার বাড়ে ২শতাংশ সেখানে ছাত্র আত্মহত্যার হার ৪ শতাংশ৷ প্রতিবেদনে আরও বলা হয়েছে গত দু’দশকে ভারতে ছাত্র আত্মহত্যার হার উদ্বেগজনক৷ তাও সব ঘটনা প্রকাশ্যে আসে না৷ ২০২২ সালে ভারতে মোট আত্মহত্যার ৫৩ শতাংশ ছিল ছাত্র৷ প্রতিবেদন থেকে জানা যায় গত এক দশকে৷ শূন্য থেকে ২৪ বছর বয়স পর্যন্ত জনসংখ্যা ৫৮কোটি ২০ লক্ষ থেকে কমে ৫৮কোটি ১০ লক্ষ হয়েছে৷ কিন্তু এই সময়ে ছাত্র আত্মহত্যা ৬৬৫৪ থেকে বেড়ে হয়েছে ১৩০৪৪৷ প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে বেশী ছাত্র আত্মহত্যার ঘটনা ঘটেছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুতে৷ আত্মহত্যার এই তথ্যগুলি ন্যাশনাল ক্রাইমব্যুরো পুলিশের এফ.আই.আর থেকে সঙ্কলিত করেছে৷