ভারতের দক্ষিণ আফ্রিকা যাওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 নিউ ইয়ারের শুরু থেকেই  দক্ষিণ আফ্রিকা সফরে  যাবার জন্য ভারতীয় ক্রিকেট দল প্রস্তুত৷  যদিও ফিক্সচার এখনও নির্র্ধরিত হয়নি৷ তবে যা খবর পাওয়া যাচ্ছে যে, ৫ বা ৬ জানুয়ারি  থেকে কেপ টাউনে টেস্ট ম্যাচ শুরু করতে পারেন বিরাট’রা৷ এখন জানা গেছে,  যে এই মূহূর্তে  সাউথ আফ্রিকা ও বিসিসিআই- এর সেই সিরিজ ফাইনালের লক্ষ্যেই এগোচ্ছে৷ আইসিসির ভবিষৎ পরিকল্পনারই অঙ্গ ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিপাক্ষিক সিরিজ৷ যেখানে চারটি, তিনটি ওয়ান ডে ও তিনটি টি-২০ খেলার কথা৷  দুইবোর্ডই চাইছে আগামী বছরের শুরুতেই এই সিরিজ করতে৷ কিন্তু এখনো দিন ঠিক করা হয়নি৷  আগে এই বছর সিরিজ করতে চেয়েছিল সাউথ আফ্রিকা৷  কিন্তু অগাস্টে সেই প্রত্যাশায় জল ঢেলে বিসিসিআই  সিএসএ-কে পরিস্কার জানায় যে, ২০১৭-র শেষ সপ্তাহ পর্যন্ত কোনও সময় নেই৷