বিশ্বকাপে খারাপ খেলেছে শ্রীলঙ্কার দল৷ শুধু খারাপ খেলা বলে নয় ভারতের কাছে ৩০২ রানের লজ্জার হার হয়েছে তাদের৷ এই হার মেনে নিতে পারেনি শ্রীলঙ্কার সরকার৷ এমন হারের জন্য পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করে দিয়েছে তারা৷ শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন সিংহ গত সোমবার এই সিদ্ধান্তেই স্থির হয়েছেন৷
বিশ্বকাপের আগে থেকেই শ্রীলঙ্কায় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বহু অভিযোগও উঠেছিল কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় বসেনি সরকার৷ কিন্তু এমন দুরমুশ হার মেনে নিতে পারেননি শ্রীলঙ্কার সরকার৷ তাই ক্রীড়ামন্ত্রী এই কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন৷ শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জন রণতুঙ্গকে বোর্ডের অন্তর্বর্তী কমিটির চেয়ারম্যান করেছেন ক্রীড়ামন্ত্রী৷ আর নতুন সাত সদস্যের যে কমিটি তৈরী করা হয়েছে তাতে সে দেশের সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি ও এক প্রাক্তন বোর্ড সভাপতিও রয়েছেন৷
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী বলেন--- প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা৷ তিনি নির্দেশ দেন শ্রীলঙ্কাবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ওদের৷ গত শনিবার থেকে শ্রীলঙ্কার কলম্বোতে রাস্তায় বিক্ষোভ মিছিল বার করেছে ক্ষুব্ধ জনতা৷ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বাইরেও বিক্ষোভ দেখিয়েছে তারা৷ রণসিংহের কথা শোণার পর একজন কর্র্ত মোহন ডিসিলভা পদত্যাগ করেছেন৷ কিন্তু বাকিরা কোন পদক্ষেপ করেননি৷