ভারতের মহিলা অনুধর্ব-১৯ টি-টোয়েন্টি ক্রিকেট দলের বিশ্বকাপ জয় - অন্ধকার উন্নাওকে আলোয় ফেরাল অর্চনা

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

একদা নারীর ওপর হওয়া পাশবিক অত্যাচারের প্রতীক হিসাবে সবার সামনে দগদগে ঘা-এর মতোই উচ্চারিত হতো উত্তর প্রদেশের উন্নাও গ্রামের নাম৷ ২০১৭ সালের সেই কলঙ্কজনক ঘটনা৷ অন্ধকারের আর এক নাম উন্নাও৷ সেই উন্নাওকে অন্ধকার থেকে আলোয় ফেরাল অর্চনা মহিলাদের অনুধব -১৯  টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপজয়ী দলের সদস্য৷ অচর্নার বাড়ী উত্তর প্রদেশের উন্নাও-র রাতাই পুরওয়া গ্রামে৷ বিশ্বকাপ জয়ী অর্চনার জন্যই সমস্ত অন্ধকার সরিয়ে আলোয় ফেরার সুযোগ পেল উন্নাও৷ কারণ তাদের ঘরের মেয়ে যে এখন বিশ্বকাপ জয়ী৷ রবিবার ক্যাপ্ঢেন শেফালী ভার্র্মর যে টীম সূদূর দক্ষিণ আফ্রিকায় অনুধর্ব টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, অর্চনা সেই দলের সদস্য৷ বিশ্বকাপ ফাইনালে বোলার অর্চনা দুটো উইকেট নিয়ে ও ডাইভ দিয়ে একটা অসাধারণ ক্যাচ ধরে দলকে প্রার্থিত জয় এনে দিয়েছে৷ অখ্যাত গ্রামের মেয়ে অর্চনা এক লাফেই একরাশ অন্ধকার পেরিয়ে উন্নাও কে যেন অন্য উচ্চতায় পৌঁছে দিল৷

শহরের আর পাঁচ জন মেয়ের মতো অর্চনার ক্রিকেটে আসাটা মোটেও সহজ ছিল না৷ ক্রিকেটের প্রতি তার প্রবল ভালবাসা ছিল৷ মেয়েকে ক্রিকেটের লক্ষ্যে পৌঁছে দিতে তার মায়ের অবদান ছিল অনেক৷ হাজার যন্ত্রণা, অপবাদ, কুকথায় সয়েও মেয়েকে তার লক্ষ্যে পৌঁছে দিতে অবিচল ছিলেন অর্চনার মা৷ যোগ্য মায়ের যোগ্য মেয়ে অষ্টাদশী অর্চনার সাফল্যের আলোয় এখন আলোকিত উন্নাও৷