ভারতের মহিলা ক্রিকেট দলকে এশিয়ান গেমসে সেরা করেছে বাঙলার তিতাস

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

অনূধর্ব-১৯ বিশ্বকাপে ভারতের মহিলা দলের জয়ের পিছনে বড় ভূমিকা পালন করেছিল তিতাস সাধু৷ আর এখন চিনের মাঠে বাঙলার মেয়ে দেশকে সোনা জিতিয়েছে৷ ফাইনালে ৩ উইকেট নিয়ে মহিলা ক্রিকেট দলকে এশিয়ার সেরা করেছে তিতাস৷ তার এই সাফল্যে তাঁর পরিবার অত্যন্ত গর্বিত৷ ২৯শে সেপ্ঢেম্বর তিতাসের জন্মদিন৷ এ বছর ১৯শে পা রাখল তিতাস৷ আর এর মধ্যেই দেশের হয় অনূধর্ব বিশ্বকাপ ও এশিয়ান গেমস জেতা হয়ে গেছে৷

তিতাসের বাবা রণদীপবাবু জানান--- এশিয়ান গেমসের দলে সুযোগ পেলেও প্রথম একাদশে সুযোগ পাওয়া নিশ্চিত ছিল না৷ সেটা পাওয়ার পর নিজেকে প্রমাণ করাটাই আসল৷ তিতাস সেটা পেরেছে৷ আমি সত্যিই গর্বিত৷’’ গলায় উচ্ছ্বাস থাকলেও তিনি চাননা মেয়ে এতেই  খুশী হয়ে মেতে থাকুক৷ রণদীপ বাবু আরও বলেন, ‘সকলের প্রথম লক্ষ্য হয় ভারতের জার্সি পরে খেলা৷ কিন্তু সেখানেই সব কিছু শেষ হয়ে যায় না৷ ওখান থেকে লড়াইটা শুরু হয়৷ তিতাস  ভারতের জার্সি পরেছে৷ দলকে প্রতিযোগিতা জিতিয়েছে৷ তবে এখান থেকে লড়াই শুরু হল৷ আমি চাইব তিতাসের লক্ষ্য হোক দেশের হয়ে ১০০ ম্যাচ খেলা৷’

ক্রিকেট জগতে তিতাসকে নিয়ে আসার পিছনে ছিলেন শিবশঙ্কর পাল৷ বাঙলার বোলিং কোচ জানান--- ‘‘আমার এক বন্ধু তিতাসকে নিয়ে এসেছিল আমার কাছে৷ তখন ওর ১৬ বছর বয়স৷ সেই বয়সেই বল দু’দুদিকে সুইং করাতে পারত৷ তিতাসকে আমি বাঙলার সিনিয়র দলের অনুশীলনে নিয়ে যাই৷ কোনও বয়সভিত্তিক ক্রিকেট না খেলা সোজা বাঙলার অনুশীলনে নেমে পড়া নিয়ে অনেক কথা হয়েছিল সেই সময়৷ কিন্তু তিতাস নিজেকে প্রমাণ করে দিয়েছে৷’’