বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ৪০০ আন্তর্জাতিক উইকেট পূর্ণ করেন যশপ্রীত বুমরা৷ ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়েন৷ প্রথম ইনিংসে চার এবং দ্বিতীয় ইনিংসে এক উইকেট নেন৷ মোট উইকেট সংখ্যা ৪০১৷ ভারতের সর্বকালের সেরা পেসার কে সেই নিয়ে তর্ক চলে৷ অনেকেই এই জায়গায় রাখেন জাহির খানকে৷ আবার অনেকের মতে সেরা বুমরা৷ এবার খোদ জাহিরের সার্টিফিকেট পেয়ে গেলেন বুমবুম৷ তাঁর দাবি, সমস্ত রেকর্ড ভেঙে দেবেন বুমরা৷ একইসঙ্গে জানিয়ে দেন, বর্তমানে বিশ্বের সেরা ফাস্ট বোলার তিনি৷ জাহির বলেন, ’’একজন বোলারের কাছে এটা বিশাল প্রাপ্তি৷ ও আরও রেকর্ড তাড়া করবে৷ পেসারদের মধ্যে বর্তমানে বুমরা বিশ্বের সেরা বোলার৷ আশা করব, ও নিজের ফিটনেস ধরে রাখতে পারবে৷’’
ভারতের অন্যতম সেরা পেসারের দাবি, বুমরার মতো বোলারদের ক্ষেত্রে পিচের চরিত্রের কোনও মূল্য নেই৷ পরিবেশ এবং পরিস্থিতি তাঁর বিরুদ্ধে গেলেও, কীভাবে উইকেট তুলে নিতে হয় জানেন বুমরা৷ এই প্রসঙ্গে জাহির বলেন, ’’গ্রেট বোলাররা পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে ভাবে না৷ বিপরীত কন্ডিশনেও তাঁরা শুধু নিজেদের অস্ত্র নিয়েই ভাবে৷ ও কমপ্লিট বোলার৷ বল সুইং, সিম করার সময় হয়তো ও পরিবেশ এবং পরিস্থিতির কথা ভাবতে পারে৷ ইয়র্কার বা স্লো বল দেওয়ার ক্ষেত্রেও৷ তবে ও কখনই ভাববে না যে পরিস্থিতি ওর পক্ষে নেই৷’’ চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় পেসারের চার উইকেটের সুবাদে মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ৷ ৪০০ উইকেট নিয়ে কপিল দেব, জাহির খান, জাভাগাল শ্রীনাথ, মহম্মদ সামি এবং ইশান্ত শর্মার ক্লাবে প্রবেশ করেন বুমরা৷