ভারতীয় মহিলা ফুটবল দলে স্থান পেল বঙ্গকন্যা মৌসুমি মুর্মু

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

দেশের জার্সি গায়ে মাঠে নামার জন্য তৈরি মৌসুমি মুর্মু৷ পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের শালবনির মেয়ে তিনি৷ সেখান থেকে ফুটবল খেলে জায়গা করে নিলেন ভারতীয় দলে৷

মৌসুমি খেলেন রাইট উইংয়ে৷ শালবনি থানার তিলাখুলা গ্রামের বাসিন্দা তিনি৷ বাবা সুজিত পেশায় কৃষক, মা আরতি গৃহবধূ৷ দাদা সুব্রত ইস্টবেঙ্গলে খেলছেন৷ মৌসুমি শালবনি থানায় সিভিক ভলেন্টিয়ার৷ তিনি বলেন, ‘‘ক্লাস সিক্সে পড়ার সময় থেকেই ফুটবল খেলা শুরু৷ অ্যাথলেটিক্স করেছি৷ তবে ফুটবল খেলতেই বেশি পছন্দ করি৷’’

মায়ানমারে আয়োজিত আন্তর্জাতিক ফুটবলে সুযোগ পাওয়ায় খুশি মৌসুমি৷ শালবনির নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে জাগরণ ফুটবল অ্যাকাডেমিতে অনুশীলন করতেন তিনি৷ তাঁর প্রথম কোচ ছিলেন নারায়ন সিংহ৷

মায়ানমারে গত ৯ই জুলাই ভারতের প্রথম ম্যাচ হয়৷ মৌসুমি বলেন, ‘‘খুবই ভাল লাগছে দেশের হয়ে খেলার সুযোগ পেয়ে৷ আশা করি আগামী দিনে সিনিয়র দলের জার্সিতে আরও অনেক ম্যাচ খেলার সুযোগ পাব৷’’

শালবনি জাগরণ ফুটবল অ্যাকাডেমির সচিব সন্দীপ সিংহ বলেন, ‘‘এই অ্যাকাডেমি তৈরির পর থেকে জঙ্গলমহল থেকে অনেক প্রতিভা উঠে এসেছে৷ বাংলা এবং দেশের হয়ে অনেকেই মাঠ দাপাচ্ছে৷’’ বাঙলার খেলোয়াড়দের দরকার একটু সুযোগ কিন্তু দুঃখের বিষয় সেই সুযোগ থেকে অনেককেই বঞ্চিত হয়েছে তবে ধীরে ধীরে সেই দিক থেকে আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে বাঙলার খেলোয়াড়েরা৷