২১শে ফেব্রুয়ারী অমর ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে জেলায় জেলায় নান কর্মসূচী নিয়েছে আমরা বাঙালী৷ মূল অনুষ্ঠান হবে আমরা বাঙালীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্যামবাজারে৷ এছাড়া হাওড়ার বাগনানে কোচবিহার, মুর্শিদাবাদ,উঃ২৪পরগণা পুরুলিয়া, মেদিনীপুর শহীদ দিবস পালন করবে আমরা বাঙালী৷ শ্যামবাজারে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় সংঘটন সচিব তপময় বিশ্বাস, সমতটের সংঘটন সচিব জয়ন্ত দাশ অন্যান্য কেন্দ্রীয় নেতারা৷ পশ্চিমবঙ্গের বাইরেও ঝাড়খণ্ড, অসম ত্রিপুরায় আমরা বাঙালী কর্মীরা ভাষা দিবস পালন করবে৷ ঝাড়খণ্ডের মূল অনুষ্ঠান হবে টাটানগরে৷ এখানে কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিন্হা উপস্থিত থাকবেন৷ ঝাড়খণ্ড ছাড়াও পার্শ্ববর্তী উড়িষ্যার বাংলাভাষী অঞ্চলের ‘আমরা বাঙালীর কর্মী ও সমর্থকরা টাটানগর অনুষ্ঠানে যোগ দেবেন৷ অসমের শিলচরে ও ত্রিপুরার আগরতলায় আমরা বাঙালী কর্মীরা সাড়ম্বরে ভাষা দিবস পালনের আয়োজন করেছে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়