সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
১২ই ফেব্রুয়ারী ২০২৫ কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ শিব ধ্যানা আচার্যার আমন্ত্রনে ভি.এস.এস ও গার্লস ভলান্টিয়ার নদীয়া জেলা শাখার সচিবদ্বয় ডাঃ বিবেকজ্যোতি সরকার ও সহযোগি শ্রীমতী তনুকা সরকারের উদ্যোগে সকাল ১০টা থেকে সারাদিন ব্যাপী মেডিক্যাল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে রোগ নির্ণয় করা ওষুধ দেওয়া হয়৷ স্থানীয় অধিবাসীবৃন্দ এব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ ও চিকিৎসা পরিচালকদের ভূয়সী প্রশংসা করেন৷