সংবাদদাতা
ভি.এস.এস. প্রতিনিধি
সময়
হাওড়া ঃ গত ১৫ই আগষ্ট রাণীহাটির সন্নিকটে অমিয় পাত্রের নেতৃত্বে ভলাণ্টিয়ার্স সোশ্যাল সার্ভিসের (ভি.এস.এস)-র এক শোভাযাত্রা বের হয়৷ পরে তারা গাববেড়িয়া হাসপাতালে এসে এখানে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন৷ এই অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করেন নরহরি মণ্ডল, মনিকা ঘোষ, সুব্রত সাহা প্রমুখ৷