ভূ-কম্পে পাকিস্তান ও আফগানিস্তানে ১০ জনের মৃত্যু

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ভূপৃষ্ঠ থেকে ১৫০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল হওয়ায় দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের একাধিক এলাকায় প্রবল কম্পন অনুভূত হয়৷ ঘড়িতে তখন রাত দশটা বেজে ১৭মিনিট৷ হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, কিরঘিস্তান, ও চিনের শিনজিয়াং এলাকাও৷ স্থানীয় সংবাদ সংস্থা সূত্র থেকে জানা গেছে ভূমিকম্পের ফলে পাকিস্তানের ১০ জন মারা গেছে৷ রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৬.৬৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে প্রায় ৪৫ সেকেন্ড ধরে তিন দফায় এই কম্পন অনুভূত হয়৷ ভূমিকম্পের জেরে ক্ষণিকের জন্য হলেও আতঙ্ক ছড়ায় রাজধানী দিল্লি ও তার আশপাশের এলাকায়৷ দিল্লির অধিবাসীরা আতঙ্কিত হয়ে নিজেদের ঘরবাড়ি থেকে রাস্তায় নেমে আসেন৷ এই দৃশ্য দেখা যায়---রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু ও কশ্মীরে৷