ভূমিকম্পে বিধবস্ত মরক্কোয় এ্যামার্টের ত্রাণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সম্প্রতি ভূমিকম্প বিধবস্ত মরক্কোর  মানুষের পাশে দাঁড়িয়েছে আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফ টিম৷ ১৯০০ সালের পর এই ধরণের বিধবস্ত ভূমিকম্প আর হয়নি৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮৷ প্রায় তিনহাজার মানুষ নিহত হয়েছে এই ভূমিকম্পে৷ আহতও হয়েছে বহু মানুষ৷ যারা জীবিত আkyampছেন তারা অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে চোখের সামনে এই বীভৎস্য ধবংস দেখে৷ আনন্দমার্গ ইয়ূনিবার্সালের একটি টীম মারাকাস থেকে ত্রাণ কার্য পরিচালনা করছে৷ ভূমিকম্প বিধবস্ত গ্রামগুলিতে বেশীরভাগ ঘর বাড়ি ভেঙে পড়েছে৷ আনন্দমার্গ রিলিফ টীম খাদ্যদ্রব্য ও আশ্রয় ব্যবস্থার করার পাশাপাশি মানসিকভাবে বিধবস্ত মানুষজনের মনোবলকে বাড়ানোর কাজ করে চলেছে৷ এছাড়া আশ্রয়হীনদের জন্য উন্নতমানের টেন্ট তৈরী করে দিচ্ছে এ্যামার্টের রিলিফ টীম৷