ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল ও দিল্লি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

দিল্লি আবার ভূমিকম্পে কেঁপে উঠল৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩৷ গত মঙ্গলবার রাতের এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-র দাবি, উৎসস্থল মাটি থেকে দশ কিলোমিটার গভীরে৷ মঙ্গলবার একদিনে মোট তিনবার কেঁপে উঠেছে নেপাল৷ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা৷

এনসিএস -এর খবর অনুযায়ী, গত মঙ্গলবার রাত প্রায় দুটো নাগাদ নেপালের মণিপুরে অনুভূত হয় কম্পন৷ ভারতের বিভিন্ন জায়গায় বেশ কয়েক সেকেণ্ড ধরে টের পাওয়া গিয়েছে কম্পন৷ দিল্লি-সহ পার্শ্ববর্তী এলাকা ও মঙ্গলবার সকালেও ভূমিকম্পে নেপাল কেঁপে ওঠে৷ সেই সময় কম্পনের মাত্রা ছিল ৪.৫৷ কম্পনের উৎসস্থল ছিল কাঠমাণ্ডুর ১৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে মাটি থেকে ১০০ কিলোমিটার গভীরে৷ রাত ৯টা নাগাদও কেঁপে উঠেছিল নেপাল৷ তখন মাত্রা ছিল ৪.৯৷ সেটির উৎসস্থল ছিল নেপাল সীমানার কাছে ১০ কিলোমিটার গভীরে৷ পাঁচঘন্টার ব্যবধানে আবার কেঁপে ওঠে নেপাল৷