ভূয়ো ডাক্তারে ছেয়ে গেছে রাজ্য

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ভূয়ো ডাক্তারে ছেয়ে গেছে গোটা রাজ্য গত মে মাস থেকে পুলিশের জালে ধরা পড়েছে ৫০০ ভূয়ো ডাক্তার ৷ এর মধ্যে আছেন উত্তর দিনাজপুরের চোপড়ার ক্লাসটেন পাশ করা কাইজার এনান থেকে হাওড়া জেলার বাউরিয়ার রামশংকর, যার পাশে লাগানো ভুয়ো এম.বি.বি.এস, এম.ডি৷ ভূয়ো ডাক্তারের অবাধ দাপট ছিল বেলভিউ থেকে কোঠারির মত মহানগরীর প্রথম শ্রেণীর হাসপাতালে নার্সিংহোম গুলিতে৷

পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে এমনকি ২১ জনের বিরুদ্ধে এফ.আই. আর করা হয়েছে৷ বাকিদের বিরুদ্ধে শীঘ্র এফ.আই.আর জারী করা হবে বলে জানা গেছে৷