সংবাদদাতা
পি.এন.এ.
সময়
গত শনিবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইকুয়েডর ও উত্তর পেরুর বিস্তীর্ণ অঞ্চল৷ এই ভূ-কম্পে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে৷ ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো লাজো একথা জানিয়েছেন৷ বহু মানুষ এখনও ধবংসস্তুপের নীচে চাপা পড়ে আছে৷ ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে৷ জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ইকুয়েডরের দ্বিতীয় বৃহত্তম শহর গুরাইকুইলি থেকে ৮০ কিমি দূরে প্রশান্ত মহাসাগরীয় উপকূল ছিল ভূমিকম্পের উৎসস্থল৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮৷ এই বিপর্যয়ে বিধবস্ত ইকুয়েডরের বিস্তীর্ণ অঞ্চল৷ ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা৷