গত ১২০ বছরে সবচেয়ে বেশি কম্পন সম্পন্ন ভূমিকম্প হয়েছে আফ্রিকার দেশ মরক্কোতে৷ ভূমিকম্পে মরক্কোতে মৃতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েই চলেছে৷ এই দেশের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছেন আহতদের সংখ্যা কমপক্ষে ২ হাজার ৫৯জন৷ তাদের মধ্যে ১ হাজার ৪০৪ জনের অবস্থা আশঙ্কাজনক৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে৷ ধবংসস্তুপ হাতড়ে চলছে প্রাণের সন্ধান৷ এছাড়া সমগ্র দুর্গত অঞ্চলগুলিতে খাদ্য ও পানীয় জলের জন্য হাহাকার সৃষ্টি হয়েছে৷ গত শুক্রবার রাতে রিখটার স্কেলে ৬.৮ মাত্রার কম্পনে ক্ষতিগ্রস্ত মানুষেরা আশ্রয় নেন প্রত্যন্ত ত্রাণকর্মীদের কাছে৷ এই সব প্রত্যন্ত অঞ্চলে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে৷ এদিকে ভূমিকম্পে মরক্কোয় বসবাসকারী ভারতীয়দের কোনও ক্ষতি হয়নি৷ ভারতীয় দূতাবাস থেকে এই খবর পাওয়া গেছে৷
গত শুক্রবার রাত ১১টা নাগাদ কেঁপে ওঠে মরক্কোর মাটি৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই ভেঙে পড়ে একের পর এক বাড়ি৷ ধবংসস্তুপে পরিণত হয় চারিপাশ ও চাপা পড়ে মৃত্যু হয় বহুমানুষের৷ মারাকাশ ও পার্শবর্তী অঞ্চলে বহু ক্ষয়ক্ষতি হয়েছে৷ পরে আফটার শকও অনুভূত হয়৷ ভূমিকম্পের ধাক্কায় গুঁড়িয়ে গেছে প্রায় কয়েক হাজার বাড়ি৷ মাথার ছাদ হারিয়ে খোলা জায়গায় ও ত্রাণ শিবিরে স্থান নিয়েছে বহু মানুস৷ পর্যটকদের সব থেকে আকর্ষণের জায়গা ‘মৌলে ব্রাহিম গ্রাম’ যা ভূমিকম্পের ফলে তছনছ হয়ে গেছে৷ এই গ্রামের সৌন্দর্যের কারণেই পর্যটকেরা এই গ্রামে আসতেন৷ প্রায় ৩ হাজার মানুষের বাস এই গ্রামে৷