দীর্ঘ ১৪ দিনের হিমশীতল চন্দ্ররাত এগিয়ে আসছে বিক্রমের দিকে৷ তাই বিক্রম ঘুমিয়ে পড়ার আগে গত সোমবার সাতসকালে ল্যাণ্ডারকে দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সেরে ফেলল ইসরো৷ তারই ফলশ্রুতি এদিনের ছোট্ট লাফ৷ আর সেই লাফের মাধ্যমেই চাঁদে মানুষ পাঠাবে বলে ঠিক করছে ইসরো৷ চন্দ্রযান-৩ এর সাফল্য ইসরোর বিজ্ঞানীদের অনেকখানি আত্মবিশ্বাস জুগিয়েছে৷ ঠিক হয়ে গিয়েছে পরবর্তী টার্গেট---চন্দ্রপৃষ্ট থেকে নিয়ে আসতে হবে নমুনা৷ তারপরই এক ভারতীয়ের পায়ের ছাপ পড়বে চাঁদের উষর মাটিতে৷ সেই চিন্তা ভাবনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ চন্দ্রবিজয়ীদের ফিরিয়ে আনা৷ ঠিক সেই কারণেই এদিন ‘হপ এক্সপেরিমেন্ট’ করানো হয়েছে বিক্রমকে দিয়ে৷ এই পরীক্ষার পর অবশ্য বিক্রমকে ঘুম পাড়ানোর প্রক্রিয়া শুরু হয়ে যায়৷ ইসরো জানিয়েছে, গত সোমবার সকাল আটটা নাগাদ স্লিপ মোডে পাঠিয়ে দেওয়া হয় ল্যান্ডারটিকে৷ যে কর্মক্ষমতা বিক্রম দেখিয়েছে, তাতে চাঁদের পরবর্তী দিন (২২ সেপ্ঢেম্বর থেকে ১৪দিন) শুরু হলে তাকে আবার জাগিয়ে তোলা নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা৷ তবে ইসরো জানিয়েছে, ‘এসব না হলেও ভারতের চন্দ্র অভিযানের দূত হিসেবে বিক্রম চিরতরে সেখানে থেকে যাবে৷’