চাঁদপাড়ায় অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৩শে নভেম্বর উঃ২৪পরগণা জেলার চাঁদপাড়া বকছড়ায় বিশিষ্ট আনন্দমার্গী শ্রীদুলাল পালের বাড়িতে তিনঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ সকাল ৯টা কীর্ত্তন শুরু হয় ও দ্বিপ্রহর ১২টায় সমাপ্ত হয়৷ স্থানীয় ও জেলার বিভিন্ন স্থানের মার্গী ভাই বোন ছাড়াও কীর্ত্তনের সুরমূর্চ্ছনায় আকৃষ্ট হয়ে বহু সাধারণ মানুষ কীর্ত্তনে যোগ দেন৷ সকলেই তিন ঘন্টা কীর্ত্তনের সুরতরঙ্গে ভাসতে ভাসতে এক স্বর্গীয় আনন্দে অভিভূত ছিলেন৷

কীর্ত্তন শুরুর আগে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন অবধূতিকা আনন্দ অভিষা আচার্যা ও আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত প্রমুখ৷ এরপর কীর্ত্তন শুরু হয় তিনঘন্টা কীর্ত্তন পরিচালনার দায়িত্বে ছিলেন আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ অভিষা আচার্যা৷ কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর স্বাধ্যায় পাঠে ছিলেন আচার্য প্রমথেষানন্দ অবধূত৷ এরপর আনন্দমার্গ দর্শন ও কীর্ত্তন মাহাত্মের ওপর বক্তব্য রাখেন আচার্য বোধীসত্ত্বানন্দ অবধূত৷ তিনি বর্তমান সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পেতে আনন্দমার্গের যোগসাধনা ও কীর্ত্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন৷ তিনি বলেন অপরাধীর শাস্তি সমাজ থেকে অপরাধকে নির্মূল করতে পারে না৷ একমাত্র আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে মানুষের মানসিক পরিবর্তন আনা সম্ভব৷ তবেই সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব৷