ভারতবর্ষে মহিলাদের কর্কটরোগে (ক্যান্সার) শীর্ষস্থানে রয়েছে ব্রেষ্ট ক্যানসার৷ প্রতি ১০০জন মহিলার মধ্যে ১৮.৪ শতাংশ মহিলা ভুগছেন ব্রেষ্ট ক্যান্সারে৷ দ্রুত ছড়িয়ে পড়া এই ব্রেষ্ট ক্যান্সারে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে৷ ব্রেষ্ট ক্যানসার ছড়িয়ে পড়া রুখতে রোগীকে দ্রুত চিহ্ণিত করে ছয়টি জেলায়, রাজ্য সরকার পাইলট প্রজেক্ট হাতে নিয়েছে রোগীদের দ্রুত চিকিৎসা পরিষেবা দিতে৷ কলকাতার বোস ইনস্টিটিউট, পিজি হাসপাতাল, মানিকতলা, ই.এস.আই হাসপাতাল ও পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় ---এই চারটি প্রতিষ্ঠানের গবেষকরা ব্রেস্ট ক্যানসারের জন্য দায়ী ঘাতক কোষ আবিষ্কার করেছেন৷
২০১৭-২০২২ পাঁচ বছর ধরে চলা গবেষণাটি প্রকাশিত হয়েছে পৃথিবীর অন্যতম নাম জার্নাল ‘ক্যান্সার ইমিউনোলজীর’ রিসার্চের জানুয়ারী সংখ্যায়৷ তারপরেই তোলপাড় শুরু হয়েছে বিজ্ঞানীমহলে৷ গত শনিবার এই গবেষক দলের অন্যতম সদস্য বোস ইনস্টিটিউটের মলিকিউলার মেডিসিন বিভাগের গবেষক ডঃ শুভদ্বীপ পতি বলেন ব্রেষ্ট ক্যান্সারের রোগীদের ওপর গবেষনা করে আমরা দেখেছি তাদের শরীরে রয়েছে ‘রি-রেগুলেটরি সেল’ নামের এক ধরণের ক্ষতিকারক কোষ৷ আমরা এই কোষগুলিকে চিহ্ণিত করে মার্কার বের করেছি৷ ব্রেষ্ট ক্যান্সার কাদের হচ্ছে আর কাদের হবে না---এই মার্কারের সাহায্যে তা নিরুপম করা যাবে৷ ইঁদুরের ওপর সেই গবেষণা শুরু হয়েছে৷ ধাপে ধাপে তা আমরা মানুষের ওপর পরীক্ষার দিকে যাব৷