চিকিৎসা গবেষনায় সেরা কলকাতা মেডিকেল

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

চিকিৎসা ও গবেষনায় দেশের সর্বোচ্চ সংস্থা আই,সি,এম, আর (ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ) কলকাতা মেডিকেল কলেজেকে পূর্ব ভারতে চিকিৎসা গবেষনায় সেরার স্বীকৃতি দিয়েছে৷ দ্বিতীয় স্থানে কলকাতার পিজি হাসপাতাল৷ গোটা দেশের ৮০টি মেডিকেল কলেজে মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ ইয়ূনিট আছে৷ আই সি এম আর এই কাজে তত্ত্বাবধান করে ও সেই অনুযায়ী আর্থিক অনুদান দেয়৷ এই ৮০টি কলেজের মধ্যে বিশেষ স্কোরিং পদ্ধতিতে সেরা বাছাই করা হয়৷

১০-এর মধ্যে যারা ৮ বা তার বেশী পেয়েছে, এই রকম ১২টি কলেজ নির্বাচিত হয়৷ এই ১২টির মধ্যে পূর্ব ভারতের একমাত্র কলিকাতা মেডিকেল কলেজ আছে৷ পূর্ব ভারতে চিকিৎসা গবেষনার কাজে দ্বিতীয় স্থানে আছে পিজি হাসপাতাল৷