সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৭ই মার্চ হুগলী জেলার মগরা মিলচিতা প্রাথমিক বিদ্যালয়ে আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টিমের উদ্যোগে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল৷ শিবিরে অভিজ্ঞ ডাক্তার দিয়ে দুই শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও প্রয়োজনমত ঔষধ দেওয়া হয়৷
চিকিৎসকদের মধ্যে ছিলেন---ডাঃ মৃণালকান্তি রায়,ডাঃ সোমেন সাধুঁ খাঁ, ডাঃ মধুরিমা দেবাংশী, ডাঃ মধুসুদন প্রামাণিক প্রমুখ৷ শিবির শুরুর আগে আনন্দমার্গের সেবা ত্যাগ ও কর্মযজ্ঞ বিষয়ে আলোচনা করেন অবধূতিকা আনন্দ দূ্যতিময়া আচার্যা ও শ্রী জ্যোতিবিকাশ সিনহা৷ স্থানীয় মার্গী ভাই বোনেদের সহযোগিতায় মগরা ইয়ূনিট ও শ্রী শান্তুনু বাগুই-এর ব্যবস্থাপনায় শিবিরটি সফল হয়৷
এই চিকিৎসা শিবিরে ডাক্তার লালপ্যাথ ল্যাব ও শ্রী সৌমেন পালের সহযোগিতায় পঞ্চাশজন রোগীর সুগার কোলেস্টেরল হিমোগ্লোবিন ইত্যাদি পরীক্ষা করানো হয়৷