চিলেতে ভয়াবহ দাবানল

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ভয়াবহ দাবানলের কবলে চিলে৷ (চিলি শব্দটি ভুল উচ্চারন) লাতিন আমেরিকার এই দেশটির ৩৫ হাজার একরের বেশী অঞ্চলে লেলিহান আগুন ছড়িয়ে পড়েছে৷ প্রাণ হারিয়েছেন একজন দমকল কর্মী সহ ২২জন৷ অগ্ণিদগ্দ হয়েছেন ৫০০-শোরও বেশী মানুষ৷ তাদের মধ্যে ১৬ জনের অবস্থা আশংকাজনক৷ দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমসিম খাচ্ছেন৷ ইতোমধ্যে দেশ জুড়ে বিপর্যয় মোকাবিলায় সতর্কতা জারি করা হয়েছে৷ চিলে দক্ষিণ গোলার্ধের দেশ হওয়ায় সেখানে এখন গ্রীষ্মকাল চলছে৷ সেখানে তাপমাত্রা ৩৮০ সেলসিয়াস, তীব্র দাবদাহের কারণে গত বুধবার থেকে সেখানে দাবানল ছড়িয়ে পড়েছে বলে বিশেষজ্ঞদের অনুমান৷ এই দাবানলের কেন্দ্রস্থল চিলের রাজধানী সান্তিয়াগো থেকে ৫০০ কিমি দূরে থাকো বিওবিও প্রদেশ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশংকা৷ আগুন নেভাতে গিয়ে আরাউকুনিয়া প্রদেশের দমকলের একটি হেলিকপ্ঢার ভেঙ্গে পড়ে দুজনের মৃত্যু হয়৷