চিৎমু সপ্তদশতম বার্ষিক নাম-সংকীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৯-১০ মার্চ,২৪ চিৎমু আনন্দমার্গ সেন্ট্রাল জাগৃতিতে বাৎসরিক সপ্তদশতম ২৪ ঘণ্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম’ নাম সংকীর্ত্তন, প্রভাত সঙ্গীত, মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায়, তত্ত্বসভা ও নারায়ণসেবার আয়োজন করা হয়৷ চিৎমু গ্রামের এই নাম-সংকীর্ত্তন মিলনোৎসবের রূপ ধারণ করেছে তথা গণোৎসবের আকার নিয়েছে৷ গ্রামের যেসব মানুষ কর্মসূত্রে বাইরে থাকেন তাঁরা ছুটি নিয়ে ও মহিলারা শ্বশুর বাড়ি থেকে কীর্ত্তনের আকর্ষণে চলে আসেন অংশগ্রহণ করতে৷