চিৎমুতে অষ্টাদশতম বাৎসরিক নাম-সংকীর্ত্তনের মহোৎসব সম্পন্ন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮-৯ মার্চ ২০২৫, চিৎমু আনন্দমার্গ সেন্ট্রাল জাগৃতিতে আয়োজিত হলো বাৎসরিক অষ্টাদশতম ২৪-ঘণ্টার অখণ্ড ’বাবা নাম কেবলম নাম-সংকীর্তন৷ এ মহতী আয়োজনে প্রভাত সঙ্গীত, মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায়, তত্ত্বসভা ও নারায়ণসেবার মতো পবিত্র কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল৷

আনন্দনগরের অন্যতম বৃহৎ এই নাম-সংকীর্তনে যোগ দিতে দূর-দূরান্ত থেকে স্থানীয় ভক্ত বাসিন্দারা, যারা দূরস্থলে কর্মরত, তারা কর্মস্থল থেকে ছুটি নিয়ে আসেন৷ স্থানীয় কন্যারা, যাদের বিবাহ দূরস্থ স্থানে হয়েছে, তারা শ্বশুরবাড়ি থেকে এসে নাম-সংকীর্তনে অংশগ্রহণ করেন৷ এ মহতী অনুষ্ঠান কেবল ভক্তির আবহই সৃষ্টি করেনি, বরং পারস্পরিক মিলন ও সৌহার্দ্যের এক অনন্য উপলক্ষ হয়ে উঠেছে, যেখানে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের সঙ্গে পুনর্মিলনের আনন্দ ধরা দিয়েছে৷ এক কথায়, এ কীর্তন পরিণত হয়েছে এক মহামিলনোৎসবে৷