চলতি বছর থেকেই রাজ্যে শুরু হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি প্রতিযোগিতা

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

মোট ছটি মহিলা দলের  টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা হতে চলেছে কল্যাণীতে৷ যথারীতি ক্লাবগুলি হল,ইষ্টবেঙ্গল, এরিয়ান, কালীঘাট টাউন, রাজস্থান ও মহমেডান ক্লাব৷ এই বছর থেকেই শুরু হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি ম্যাচ৷ এটাই সিদ্ধান্ত নিয়েছে সি.এ.বি৷

আগামী ৭ বা ৮ ই তারিখ থেকে প্রতিযোগিতা শুরু হবে৷ প্রত্যেকটি দল প্রত্যেকের সঙ্গে রাউণ্ড রবিন পদ্ধতিতে খেলবে৷ তারপর নকআউট পর্ব৷ ছ’টি ক্লাবের হয়ে যাঁরা খেলবেন, প্রত্যেককে আর্থিক পারিশ্রমিক দেবে সিএবি৷

সিএবি-র যুগ্ম সচিব দেবব্রত দাস জানান--- ‘‘সিএবি এখন ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটকেও সমানভাবে গুরুত্ব দিয়ে চাইছে৷ এ ব্যাপারে সভাপতি অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় অত্যন্ত উৎসাহী৷ ক্লাবগুলোকে নিয়ে ছেলেদের টি-টোয়েন্টি লিগ আগে দু’ বছর হয়েছে৷  এ বার থেকে মেয়েদের প্রতিযোগিতাও শুরু দিতে পারি আমরা৷’’