স্কটিশ প্রিমিয়ার লিগে নিজের অর্ধ থেকে দুরপাল্লার শটে সরাসরি গোল করেছেন তিনি৷ তাই পরের বছর পুসকাস পুরস্কার (বছরের সেরা গোলদাতাকে এই পুরস্কার দেওয়া হয়) পাওয়ার অন্যতম সেরা দাবিদার তিনি৷
গোল করেছেন হার্ট অফ মিডলোথিয়ানের ফুটবলার হামফ্রিস৷ তখন খেলা চলছিল ১-১ ফলে৷ সংযুক্তি সময়ের ৬মিনিটের মাথায় নিজেদের বক্সের বাইরে বল পান হামফ্রিস৷ সেখান থেকে দু’জন প্রতিপক্ষ ফুটবলারকে ড্রিবল করে এগিয়ে যান তিনি৷
হামফ্রিসকে সাহায্য করার জন্য তাঁর দলের কোনও ফুটবলার আশপাশে ছিল না৷ প্রতিপক্ষের চারজন ডিফেন্ডার ও গোলরক্ষককে দেখে সেখান থেকেই শট মারার পরিকল্পনা করেন হামফ্রিস৷ নিজের অর্ধ থেকেই গোলরক্ষককে লক্ষ্য বাঁ পায়ের শট মারেন হামফ্রিস৷ প্রতিপক্ষ গোলরক্ষক কিছুটা এগিয়ে ছিলেন৷ তাই সময়ে ফিরতে পারেননি তিনি৷ বল সোজা গোলে ঢুকে যায়৷
গোল করার সময় তিনি ভাবছিলেন সে কথাও জানিয়েছেন হামফ্রিস৷ বলেছেন, ‘‘আমি আগেও কোনও দিন এরকম গোল করিনি৷ সময় চলে যাচ্ছিল৷ তাই ওখান থেকে শট মারা ছাড়া কিছু মাথায় আসেনি৷ গোল হওয়ার পরে বুঝতে পারছিলাম না কী ভাবে উল্লাস করব৷ জীবনে আর কোনও দিন ও রকম গোল করতে পারব কি না জানি না৷ তবে আমার এই গোল ফুটবল ইতিহাসে থেকে যাবে৷