সঙ্গী নাদিয়া কিচেনকে নিয়ে অস্ট্রেলীয় ডাবলসে নেমেছিলেন সানিয়া৷ কিন্তু কাজা জুভান ও তামারা জিদানসেক জুটির কাছে প্রথম রাউণ্ডেই হেরে যান৷ তার পরেই সাংবাদিক বৈঠকে বলে দেন, ‘‘ঠিক করেছি এটাই আমার শেষ মরসুম হতে চলেছে৷ প্রত্যেক সপ্তাহ ধরে ধরে এগোতে চাই৷ বছরের শেষ পর্যন্ত খেলতে পারব কিনা জানি না৷ কিন্তু চেষ্টা করবই৷’’
ভারতবর্ষের প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যাণ্ড স্ল্যাম জেতার নজির রয়েছে তাঁর৷ ডাবলসে অতীতে শীর্ষস্থানে ছিলেন তিনি৷ সিঙ্গলসে সর্র্বেচ্চ ২৭ নম্বরে উঠেছিলেন তিনি৷ এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসেও পদক রয়েছে তাঁর৷ শেষ বার গ্র্যান্ড স্ল্যাম পেয়েছিলেন৷
২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে, মর্টিনা হিঙ্গিসের জুটি বেধে মোট ৬টি গ্র্যাণ্ড স্ল্যাম রয়েছে তাঁর৷ ডাবলস্ ও মিক্সড ও মিক্সড ডাবলসে তিনটি করে৷ সব থেকে বেশি সাফল্য হিঙ্গিসের সঙ্গেই৷
কিন্তু এখন তার কোর্টে খেলার তেমন নিদর্শন পাওয়া যাচ্ছে না৷ ২০১৮ সালে মাতৃত্বকালীন বিরতি নিয়েছিলেন তিনি৷ এরপর অতিমারিতে কোর্টে ফেরার সম্ভাবনা আরও থমকে গেছিল, শেষ খেতাব পেয়েছিলেন ২০২১ সালের অস্ত্রাভা ওপেনে৷
কিন্তু আর নয়, চলতি বছরের অর্থাৎ ২০২২ সালের শেষের দিকেই টেনিস থেকে অবসর নিতে চান সানিয়া৷ গত বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে তিনি এই ঘোষনা করেন৷ এই বছরেই শেষ বারের টেনিস কোর্টে দেখা যেতে পারে সানিয়াকে৷