চণ্ডীগড়ে এ্যামার্টের ত্রাণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৪শে ডিসেম্বর,২৩ আনন্দমার্গ ইয়ূুনিবার্র্সল রিলিফ টীমের পক্ষ থেকে পঞ্জাবের চণ্ডীগড়ের মহালী জেলায় বিকাশনগর, নয়াগাঁও-এ ১২৫ জন দুঃস্থ মানুষদের হাতে কম্বল, চা ও  স্ন্যাকস্‌ দেওয়া হয়৷ এই ত্রাণ কার্যের পরিচালনায় ছিলেন রবিন্দর ঠাকুর, যশবীর, যশপাল, রাজেশ, পুনীত, পি,রমাকান্ত, মমতা, বাসু প্রমুখ৷